default-image

প্রথম দুই ধাপের তুলনায় তৃতীয় ধাপের পৌরসভা নির্বাচনে ভোট পড়ার হার বেড়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ইসির তথ্যমতে, তৃতীয় ধাপে ৭০ দশমিক ৪২ শতাংশ ভোট পড়েছে। গতকাল শনিবার দেশের ৬৩টি পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হয়।

তৃতীয় ধাপের নির্বাচনেও সংঘাত এবং নানা অনিয়মের অভিযোগ উঠেছে। কমিশনের তথ্যমতে, এর আগে গত ২৮ ডিসেম্বর প্রথম ধাপে ভোট পড়ে ৬৫ শতাংশ, আর ১৬ জানুয়ারি দ্বিতীয় ধাপে ভোট পড়ে ৬১ দশমিক ৯২ শতাংশ।

বিজ্ঞাপন

নির্বাচন কমিশনের জনসংযোগ পরিচালক এস এম আসাদুজ্জামান তৃতীয় ধাপের ভোটের ফলাফলের বিভিন্ন তথ্য জানান। ওই তথ্য অনুযায়ী, তৃতীয় ধাপের পৌরসভা নির্বাচনে সবচেয়ে কম ভোট পড়েছে মৌলভীবাজার পৌরসভায়। সেখানে ভোট পড়ার হার ৪১ দশমিক ৮৭ শতাংশ। ওই পৌরসভায় ৪৩ হাজার ৪৪৬ ভোটের মধ্যে ভোট পড়েছে ১৮ হাজার ১৯০টি। আর সবচেয়ে বেশি ভোট পড়েছে নওগাঁর ধামইরহাট পৌর নির্বাচনে। সেখানে ভোট পড়েছে ৯২ দশমিক ১৪ শতাংশ। এ পৌরসভায় ১২ হাজার ৬৪০ ভোটারের মধ্যে ১১ হাজার ৬৪৬ জন ভোট দিয়েছেন। এ ধাপের সব কটি পৌরসভায় ভোট গ্রহণ হয় ব্যালট পেপারের মাধ্যমে।

তৃতীয় ধাপের নির্বাচনে মেয়র পদে ৪৬টিতে আওয়ামী লীগ, ৩টিতে বিএনপি ও ১৪টিতে স্বতন্ত্র প্রার্থী জয়ী হয়েছেন।

বাংলাদেশ থেকে আরও পড়ুন
মন্তব্য করুন