default-image

ভাড়াটিয়া
আমায় প্রশ্ন করে, বিল দেবে কারা?
বিল নিয়ে কতকাল রবো দিশাহারা! রবো দিশাহারা!
গ্যাসের বিল তার দিতে পারি নাই শুধু—
বাড়িওয়ালা দিল ঝাড়ি, জেনে গেল পাড়া! জেনে গেল পাড়া!
ভাড়া কবে ভালোবেসে বলো নিয়েছিল?
মনে তাই আনন্দ নিভে গিয়েছিল।
বাড়ি ভাড়ার পিছে, ঘুরে ঘুরে মরি মিছে—
নতুন বছরে নাকি হব বাড়িছাড়া! হব বাড়িছাড়া!
হেমন্ত মুখোপাধ্যায়ের গাওয়া ‘আমায় প্রশ্ন করে নীল ধ্রুবতারা’ গান অবলম্বনে

জননেতা
উন্নয়নের গাড়িতে দেশ সাজিয়ে,
নিজের ঢোল নিজের হাতে বেশ বাজিয়ে,
যাব দেশকে শ্বশুরবাড়ি নিয়ে!

জনতা
একই ভাঙা প্রতিশ্রুতি আমি খাব না,
নববর্ষে কোনো দলে আমি যাব না,
কাজ হবে না মুখের কথা দিয়ে।
‘আমার গরুর গাড়িতে বউ সাজিয়ে’ গান অবলম্বনে

বিজ্ঞাপন
বাংলাদেশ থেকে আরও পড়ুন
মন্তব্য করুন