প্রতিবাদে চোখে কাপড় বেঁধে অবস্থান চবি শিক্ষকের

এক ঘণ্টার অবস্থান কর্মসূচি পালন করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক মো. আতিকুর রহমান
ছবি: প্রথম আলো

সারা দেশের বিভিন্ন স্থানে পূজামণ্ডপ, মন্দির, হিন্দুদের বাসাবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলার ঘটনার প্রতিবাদে চোখে কালো কাপড় বেঁধে এক ঘণ্টার অবস্থান কর্মসূচি পালন করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক মো. আতিকুর রহমান।

আজ সোমবার সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের জয় বাংলা ভাস্কর্যের সামনে দাঁড়িয়ে আতিকুর রহমান প্রতিবাদ জানান। কর্মসূচি শেষে তিনি প্রথম আলোকে বলেন, ‘ব্যক্তিগত অবস্থান থেকে প্রতিবাদ করেছি।’

আতিকুর রহমান বলেন, ‘হামলার ঘটনা অত্যন্ত দুঃখজনক ও অনভিপ্রেত। হামলাকারীদের অবশ্যই আইনের আওতায় আনতে সরকারের প্রতি দাবি জানাই।’

কুমিল্লার ঘটনার জের ধরে দেশের বিভিন্ন জেলায় পূজামণ্ডপ, মন্দিরসহ হিন্দুদের বাসাবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা হয়েছে। এসব হামলার ঘটনায় ২৮টি মামলায় অজ্ঞাতসহ ৯ হাজার ৫২৫ জনকে আসামি করা হয়েছে। মামলায় এ পর্যন্ত ২২৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে জামায়াত-বিএনপির কয়েকজন নেতাও রয়েছেন।