নাটোরের গুরুদাসপুরে প্রতিমা ভাঙচুরের সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গতকাল বুধবার মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন সনাতন ধর্মাবলম্বীরা।
গুরুদাসপুর শহর পূজা উদ্যাপন পরিষদের ব্যানারে সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত শহরের চাঁচকৈড় বাজার থেকে শুরু হয়ে নাড়িবাড়ি মোড় পর্যন্ত পাঁচ কিলোমিটার এলাকাজুড়ে ওই কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন শেষে তাঁরা বিক্ষোভ মিছিল বের করেন।
মিছিল শেষে চাঁচকৈড় হরিবাসর চত্বরে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা পূজা উদ্যাপন কমিটির সভাপতি বাবু ধীরেন্দ্রনাথ ঘোষ এতে সভাপতিত্ব করেন। সমাবেশে বক্তৃতা করেন স্থানীয় সাংসদ আবদুল কুদ্দুস, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ ও পূজা উদ্যাপন কমিটির সভাপতি চিত্তরঞ্জন সাহা, সাধারণ সম্পাদক মনীন্দ্রনাথ ঘোষ, সাংগঠনিক সম্পাদক প্রশান্ত কুমার সরকার, উপজেলা কমিটির সাধারণ সম্পাদক বিমল কুণ্ডু, পৌর কমিটির সভাপতি প্রশান্ত কুমার মণি, সাধারণ সম্পাদক অসীম কুমার পাল, গৌতম মাস্টার প্রমুখ।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, একটি বিশেষ গোষ্ঠী সম্প্রীতি নষ্ট করতে প্রতিমা ভাঙচুর করছে। এটা নিন্দনীয়। তাঁরা প্রতিমা ভাঙচুরের ঘটনার সঙ্গে জড়িত ও ইন্ধনদাতাদের গ্রেপ্তার ও শাস্তি দাবি করেন।
গত শুক্রবার ভোররাতে চাঁচকৈড় কাচারীপাড়া কালীমন্দিরের মণ্ডপে ঢুকে চার-পাঁচজনের একটি দল পাঁচটি প্রতিমা ভাঙচুর করে। ওই ঘটনায় মণ্ডপ কমিটির সভাপতি মাধবশীল ও সম্পাদক মনদ কর্মকার বাদী হয়ে থানায় একটি মামলা করেন।
মামলায় সেখানে কর্মরত আনসার সদস্য রজিব, খিজিরশাহ, তাঁর ছেলে ট্রাকচালক জাহিদ হোসেন ও ওমর খন্দকার, নয়ন ইসলাম, নান্নু ও মাসুদ রানাকে অভিযুক্ত করা হয়। পুলিশ তাঁদের আটক করে জেলহাজতে পাঠায়।