default-image

প্রথম আলোর প্রশাসন বিভাগের সাবেক প্রধান শেখ জামাল আখতার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি আজ শনিবার সকাল সাড়ে নয়টার দিকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি ফুসফুসের জটিলতায় ভুগছিলেন।

শেখ জামাল আখতার বিমানবাহিনীর অবসরপ্রাপ্ত গ্রুপ ক্যাপ্টেন ছিলেন।

মৃত্যুকালে শেখ জামাল আখতার স্ত্রী, দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর গ্রামের বাড়ি দিনাজপুর সদরের ঈদগাহ বস্তি এলাকায়।

পরিবারের সদস্যরা জানান, শেখ জামাল আখতার অসুস্থ অবস্থায় সিএমএইচে চিকিৎসাধীন ছিলেন। গতকাল শুক্রবার সকাল থেকে তিনি লাইফ সাপোর্টে ছিলেন। তাঁর ফুসফুসে জটিলতা ছিল। আজ বাদ আসর মিরপুর ডিওএইচএসের কেন্দ্রীয় মসজিদে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বাদ মাগরিব বিমানবাহিনীর কবরস্থানে আরেকটি জানাজা শেষে তাঁকে দাফন করা হবে।

শেখ জামাল আখতারের মৃত্যুতে প্রথম আলো পরিবার গভীর শোক ও স্বজনদের প্রতি সমবেদনা প্রকাশ করছে।

বিজ্ঞাপন
মন্তব্য পড়ুন 0