default-image

বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের সংগঠন বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের ২০২১-২২ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব কবির বিন আনোয়ার ও মহাসচিব নির্বাচিত হয়েছেন ঢাকার বিভাগীয় কমিশনার মো. খলিলুর রহমান।

নতুন কমিটির একজন কর্মকর্তা আজ শনিবার প্রথম আলোকে এই তথ্য জানিয়েছেন।

৫২ সদস্যের নতুন এই কমিটির কোষাধ্যক্ষ হয়েছেন জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব হারুন অর রশিদ বিশ্বাস। যুগ্ম মহাসচিব হয়েছেন প্রধানমন্ত্রীর একান্ত সচিব (২) বেগম ওয়াহিদা আক্তার, পানিসম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সৈয়দা সালমা জাফরীন, স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব বেগম সায়লা ফারজানা, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণায়ের যুগ্ম সচিব মো. শওকত আলী এবং ঢাকার জেলা প্রশাসক (পদাধিকারবলে) মো. শহীদুল ইসলাম।

বিজ্ঞাপন
বাংলাদেশ থেকে আরও পড়ুন
মন্তব্য করুন