প্রস্তুতি সভা

সিলেটে জাতীয় যুব দিবস উদ্যাপনের লক্ষ্যে গতকাল বিভাগীয় কমিশনার কার্যালয়ে প্রস্তুতি সভা হয়েছে। অতিরিক্ত বিভাগীয় কমিশনার এম ডি আল আমীনের সভাপতিত্বে সভায় যুব উন্নয়ন অধিদপ্তর সিলেটের সব কর্মকর্তা, বিভিন্ন যুব সংগঠক ও সংগঠনের নেতাদের ১ নভেম্বর জাতীয় যুব দিবসে সম্পৃক্ত করার সিদ্ধান্ত হয়। সভা সঞ্চালনা করেন যুব উন্নয়ন অধিদপ্তর সিলেটের উপপরিচালক মোহাম্মদ আমির আজম খান।