default-image

ময়মনসিংহের ভালুকায় বন বিভাগের ১২৭ শতাংশ জমি আত্মসাতের অভিযোগে করা মামলায় বিএনপি চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা মোসাদ্দেক আলী ফালু ও ভালুকার সাবেক সাব-রেজিস্ট্রার ফজলার রহমানসহ (বরখাস্ত) ৭ জনের বিরুদ্ধে অভিযোগপত্র অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বৃহস্পতিবার কমিশন এ অনুমোদন দেয়।

দুদকের উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শিগগিরই বিচারিক আদালতে এ অভিযোগপত্র জমা দেওয়া হবে।

অভিযোগপত্র অনুযায়ী অন্য আসামিরা হলেন জমির ভুয়া মালিক ময়মনসিংহের জনৈক রিয়াজ উদ্দিনের স্ত্রী জুবেদা খাতুন, খন্দকার আমিনুর রহমানের স্ত্রী মাজেদা বেগম, মো. খোকা মিয়া, সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক মো. আকরাম হোসেন (জুয়েল) ও মো. রুহুল আমিন।

এ ঘটনায় ২০১৭ সালে ১৯ অক্টোবর ভালুকা মডেল থানায় একটি মামলা হয়। মামলার তদন্ত করেন দুদকের ময়মনসিংহ সমন্বিত জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক মো. এনামুল হক।

দুদকের তদন্ত প্রতিবেদন বলছে, আসামিরা জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে পরস্পর যোগসাজশে ভালুকা উপজেলার পলগাঁও মৌজার এসএ ১২৮৯ দাগের বন বিভাগের গেজেটভুক্ত সরকারি ১২৭ শতাংশ সম্পত্তি আত্মসাৎ করেছেন।

বিজ্ঞাপন
বাংলাদেশ থেকে আরও পড়ুন
মন্তব্য করুন