ফায়ার সার্ভিসের এতজন কর্মীর মৃত্যু মর্মান্তিক: আইজিপি

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেন পুলিশের মহাপরিদর্শক বেনজীর আহমেদ। মঙ্গলবার দুপুরে তোলা
ছবি: প্রথম আলো

চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনায় একসঙ্গে ফায়ার সার্ভিসের এতজন কর্মীর মৃত্যুর ঘটনাকে অত্যন্ত মর্মান্তিক বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক বেনজীর আহমেদ। আজ মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পরিদর্শনে এসে তিনি এ কথা বলেন।

এ সময় বেনজীর আহমেদ সাংবাদিকদের বলেন, আগে কোনো ঘটনায় ফায়ার সার্ভিসের এতজন কর্মী প্রাণ হারাননি। এটি মর্মান্তিক। সীতাকুণ্ডের কনটেইনার ডিপোতে বিস্ফোরণে ১০ জন পুলিশ সদস্যও মারাত্মকভাবে আহত হয়েছেন।

আরও পড়ুন

একজনের পা বিচ্ছিন্ন হয়ে গেছে। এ ছাড়া ডিপোতে কর্মরত অনেকের প্রাণ গেছে। ২৩০ জনের মতো আহত রোগী হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এই ঘটনা সবাইকে নাড়া দিয়েছে।

সীতাকুণ্ডের ঘটনার তদন্ত চলছে মন্তব্য করে পুলিশের মহাপরিদর্শক আরও বলেন, ‘আমি বর্তমান পরিস্থিতি দেখার জন্য এখানে এসেছিলাম। আমরা সবাই মিলে কাজ করছি। ইতিমধ্যে দুটি তদন্ত কমিটি হয়েছে। ফায়ার সার্ভিসের পক্ষ থেকেও তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আমরা কমিটিকে সার্বিক সহায়তা দেব।’

আরও পড়ুন

এদিকে সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে বিস্ফোরণের ঘটনায় আরও দুজনের লাশ উদ্ধার করা হয়েছে। ফলে লাশের সংখ্যা বেড়ে ৪৩ হয়েছে। আজ মঙ্গলবার বেলা একটার দিকে লাশ দুটি উদ্ধার করা হয় বলে জানান ফেনী ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক পূর্ণ চন্দ্র মুৎসুদ্দি। পরে লাশ দুটি পাঠানো হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে।

আরও পড়ুন