‘জাতীয় বিদ্যুৎ সপ্তাহ’ উপলক্ষে গতকাল বুধবার সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর আয়োজনে শাহজাদপুর ও উল্লাপাড়া উপজেলায় পৃথকভাবে ‘নবায়নযোগ্য জ্বালানি, জ্বালানি দক্ষতা ও জ্বালানি সংরক্ষণ’ শীর্ষক বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের সার্বিক দায়িত্ব পালন করেন শাহজাদপুর ও উল্লাপাড়ার ইউএনও যথাক্রমে শামীম আহমেদ ও সন্দ্বীপ কুমার সরকার, সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম জুলফিকর রহমান, এজিএম জসিম উদ্দিন প্রমুখ।