বগুড়ায় ক'জন শিল্পী গোষ্ঠীর শারদ নৃত্যসন্ধ্যা

বগুড়ায় আমরা ক’জন শিল্পী গোষ্ঠীর আয়োজনে গতকাল সোমবার সন্ধ্যায় বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে ‘শারদ নৃত্যসন্ধ্যা’ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানের শুরুতে বক্তৃতা করেন পরিবেশ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় পরিচালক আলী রেজা মজিদ, বগুড়া জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা কমল রঞ্জন দাস, আমেরিকাপ্রবাসী সাংস্কৃতিক ব্যক্তিত্ব কিবরিয়া পিকু, আমরা ক’জন শিল্পী গোষ্ঠীর সভাপতি আবদুস সামাদ ও সাধারণ সম্পাদক আবদুল মোবিন।
আলোচনা পর্ব শেষে শারদকে স্বাগত জানিয়ে আবদুস সামাদ ও মাহাবুব হাসানের পরিচালনায় ‘শারদ নৃত্যসন্ধ্যায়’ নৃত্য পরিবেশন করেন আমরা ক’জন শিল্পী গোষ্ঠীর সদস্যরা। অনুষ্ঠানটি পরিচালনা করেন তানজিলা সেলিম।