default-image

করোনাভাইরাসে সংক্রমিত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে বগুড়া পল্লি উন্নয়ন একাডেমির মহাপরিচালক আমিনুল ইসলাম আজ শনিবার সকাল ৯টায় মারা গেছেন।

হাসপাতালের উপপরিচালক সাইফুল ফেরদৌস এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ২৯ জুন থেকে আমিনুল ইসলাম (৫৭) হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। অবস্থার অবনতি হওয়ায় তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়েছিল।

হাসপাতালে আইসিইউ এর ইনচার্জ আবু হেনা মোস্তফা কামাল জানান, আমিনুল ইসলামের অবস্থা দেখে তাকে ঢাকায় যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল। কিন্তু তিনি রাজশাহী থেকে কিছুতেই যেতে চাননি।

আমিনুল ইসলাম সরকারের একজন অতিরিক্ত সচিব ছিলেন। এর আগে তিনি রাজশাহী বিভাগীয় অতিরিক্ত কমিশনার ছিলেন। বছরখানেক আগে তাকে বগুড়া পল্লি উন্নয়ন একাডেমির মহাপরিচালক পদে দায়িত্ব দেওয়া হয়।

বিজ্ঞাপন
মন্তব্য পড়ুন 0