default-image

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে পথশিশুদের নিয়ে ব্যতিক্রমধর্মী এক আয়োজন করে বিএনসিসি। গতকাল বুধবার বিএনসিসির মহাপরিচালক নাহিদুল ইসলাম খানের নেতৃত্বে বিএনসিসির একটি প্রতিনিধিদল ধানমন্ডি ৩২ নম্বরে উপস্থিত হন। বিএনসিসির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জাতীয় শিশু দিবস উপলক্ষে ধানমন্ডি ৩২-এ পথশিশু এবং বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিএনসিসির মহাপরিচালক শিশুদের মধ্যে স্কুলব্যাগ, পড়ালেখার উপকরণ বিতরণ করেন। এ ছাড়া শিশুদের সঙ্গে নিয়ে কেক কাটেন তিনি।

অনুষ্ঠানে মহাপরিচালক ছাড়াও বিএনসিসির কর্মকর্তা, সেনা, নৌ, বিমানবাহিনীর ক্যাডেটরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন
বাংলাদেশ থেকে আরও পড়ুন
মন্তব্য করুন