বজ্রপাতে প্রাণ গেল ছেলের, বাবা হাসপাতালে
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় আকস্মিক বজ্রপাতে ছেলের মৃত্যু হয়েছে এবং বাবা আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। শুক্রবার দুপুরে সুন্দরগঞ্জ উপজেলার তারাপুর ইউনিয়নের নিজামখাঁ গ্রামে এই বজ্রপাতের ঘটনা ঘটে।
মারা যাওয়া ছেলের নাম রফিকুল ইসলাম (১৮)। হাসপাতালে চিকিৎসাধীন আহত বাবার নাম আবু তালেব (৫০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে আবু তালেব তাঁর ছেলে রফিকুলকে সঙ্গে নিয়ে বাড়ির পাশে তিস্তা নদীর বন্যানিয়ন্ত্রণ বাঁধের ধারে খালে পাট জাগ দিচ্ছিলেন। এ সময় আকস্মিক বজ্রপাতের ঘটনাস্থলেই রফিকুল মারা যান। এ ঘটনায় আহত হয়েছেন আবু তালেব। পরে তাঁকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
তারাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম বলেন, বজ্রপাতের ঘটনাটি সত্যিই দুঃখজনক।
বজ্রপাতে তরুণের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আবদুস সোবহান বলেন, এই ঘটনায় থানায় কেউ অভিযোগ করেননি।