রংপুরের বদরগঞ্জে গত মঙ্গলবার ‘দুর্নীতিমুক্ত সরকারি সেবা প্রদান ও গণশুনানি’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন দুদক কমিশনার নাসির উদ্দীন আহমেদ।
ওই দিন বেলা তিনটা থেকে সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত ইউএনওর সভাকক্ষে ওই মতবিনিময় সভা হয়। এতে দুদক কমিশনার বলেন, প্রতিটি সরকারি দপ্তরে কী কী সেবা দেওয়া হয়, কত টাকায় সেবা দেওয়া হয়, তা সেই দপ্তরের সামনে প্রকাশ্যে জানিয়ে দিতে হবে। আমরা গ্রামগঞ্জে গণশুনানি করছি। এর উদ্দেশ্য হচ্ছে দুর্নীতিবাজদের চিহ্নিত করা এবং গণসচেতনতা তৈরি করা।
গণশুনানিতে স্থানীয় অনেকে অভিযোগ করেন, উপজেলার সেটেলমেন্ট কার্যালয়, হাসপাতাল, পল্লী বিদ্যুৎ, সাবরেজিস্ট্রার, প্রাথমিক শিক্ষা, খাদ্য, কর ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ে বেশি দুর্নীতি হচ্ছে। এসব প্রতিষ্ঠান থেকে কাঙ্ক্ষিত সেবা পাচ্ছে না। দুদক কমিশনার অভিযোগ শুনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
উপজেলা প্রশাসন আয়োজিত গণশুনানিতে সভাপতিত্ব করেন ইউএনও খন্দকার ইসতিয়াক আহমেদ। বক্তব্য দেন দুদকের মহাপরিচালক (অনুসন্ধান ও তদন্ত) জিয়া উদ্দিন আহমেদ, দুদকের মহাপরিচালক (প্রতিরোধ ও গণসচেতনতা) শামসুল আরেফিন, পরিচালক মনিরুজ্জামান, দুদকের রংপুরের উপপরিচালক কামরুল ইসলাম প্রমুখ।