default-image

বনানীর টিঅ্যান্ডটি বস্তিতে আগুন লেগে কয়েক শ ঘর পুড়ে গেছে। আজ শনিবার ভোররাত পৌনে চারটার দিকে আগুন লাগে। সকাল সাতটার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিস সূত্রে এ তথ্য জানা গেছে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাসেল শিকদার আজ প্রথম আলোকে বলেন, আগুন লাগার ঘটনা জানার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের দল সেখানে ছুটে যায়। ফায়ার সার্ভিসের ২২টি ইউনিট সেখানে গিয়ে সকাল সাতটার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কারও হতাহত হওয়ার ঘটনা ঘটেনি। সেখানে অনেক ঘর পুড়ে গেছে।

রাসেল শিকদার বলেন, আগুন লাগার কারণ সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ ও কারণ তদন্তের পর জানা যাবে।

বিজ্ঞাপন
মন্তব্য পড়ুন 0