দিনাজপুরে পুনর্ভবা ও আত্রাই নদের পানি বিপৎসীমা অতিক্রম করেছে। দিনাজপুর-ঢাকা মহাসড়ক ও দিনাজপুর-ঠাকুরগাঁও মহাসড়কের কিছু অংশ এবং পথঘাট, নিম্নাঞ্চলসহ শহরের পাড়া-মহল্লা প্লাবিত হয়েছে। প্রবল স্রোত থাকায় দিনাজপুর-ঢাকা মহাসড়কের কাউগাঁ থেকে পাঁচবাড়ী প্রায় দুই কিলোমিটার রাস্তায় যান চলাচল বন্ধ ছিল। বন্যায় জনজীবনে দেখা দেয় স্থবিরতা। দিনাজপুরের বন্যাদুর্গত এলাকার ছবিগুলো গত শনিবার তোলা।

বিরল উপজেলার সীমান্তবর্তী একটি গ্রাম বালান্দর। বন্যায় তোড়ে ধসে পড়েছে এখানকার অসংখ্য ঘর। অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন বন্যায় ক্ষতিগ্রস্ত গ্রামবাসী।
বিরল উপজেলার সীমান্তবর্তী একটি গ্রাম বালান্দর। বন্যায় তোড়ে ধসে পড়েছে এখানকার অসংখ্য ঘর। অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন বন্যায় ক্ষতিগ্রস্ত গ্রামবাসী।
পানি কমেছে, কিন্তু বন্যা-পরবর্তী জীবন নিয়ে দুশ্চিন্তায় হাসেনা বেগম। বিরল উপজেলার বালান্দর গ্রাম থেকে তোলা ছবি।
পানি কমেছে, কিন্তু বন্যা-পরবর্তী জীবন নিয়ে দুশ্চিন্তায় হাসেনা বেগম। বিরল উপজেলার বালান্দর গ্রাম থেকে তোলা ছবি।
বন্যায় অনেকেরই হারিয়ে গেছে সর্বস্ব। অবশিষ্ট ভিজে কাপড় রোদে শুকানো হচ্ছে। বিরল উপজেলার বালান্দর গ্রাম থেকে তোলা ছবি।
বন্যায় অনেকেরই হারিয়ে গেছে সর্বস্ব। অবশিষ্ট ভিজে কাপড় রোদে শুকানো হচ্ছে। বিরল উপজেলার বালান্দর গ্রাম থেকে তোলা ছবি।
ঘোড়াঘাট উপজেলার বেশ কিছু এলাকা থেকে এখনো বন্যার পানি নামেনি। সেসব এলাকায় কলাগাছের ভেলাই ভরসা।
ঘোড়াঘাট উপজেলার বেশ কিছু এলাকা থেকে এখনো বন্যার পানি নামেনি। সেসব এলাকায় কলাগাছের ভেলাই ভরসা।
মাটির এই ঘরগুলোর মতোই বন্যার পানির তোড়ে ভেঙে গেছে অনেকের স্বপ্ন। ছবিটি বিরল উপজেলার বৈরাগীপাড়া গ্রাম থেকে তোলা।
মাটির এই ঘরগুলোর মতোই বন্যার পানির তোড়ে ভেঙে গেছে অনেকের স্বপ্ন। ছবিটি বিরল উপজেলার বৈরাগীপাড়া গ্রাম থেকে তোলা।
বিরল উপজেলার বৈরাগীপাড়ার এই প্রবীণ ব্যক্তির দুটি ঘর ছিল। বন্যায় নিশ্চিহ্ন হয়ে গেছে দুটি ঘরই।
বিরল উপজেলার বৈরাগীপাড়ার এই প্রবীণ ব্যক্তির দুটি ঘর ছিল। বন্যায় নিশ্চিহ্ন হয়ে গেছে দুটি ঘরই।
খোলা আকাশের নিচেই এখন চলছে রান্না ও থাকা-খাওয়া। বিরল উপজেলার বালান্দর গ্রাম থেকে তোলা ছবি।
খোলা আকাশের নিচেই এখন চলছে রান্না ও থাকা-খাওয়া। বিরল উপজেলার বালান্দর গ্রাম থেকে তোলা ছবি।
মাথা গোঁজার একমাত্র ঠাঁইটিও ধ্বংস হয়ে গেছে। ঘরহীন ভিটায় বসে আছেন এই নারী। বিরল উপজেলার বালান্দর গ্রাম থেকে তোলা ছবি।
মাথা গোঁজার একমাত্র ঠাঁইটিও ধ্বংস হয়ে গেছে। ঘরহীন ভিটায় বসে আছেন এই নারী। বিরল উপজেলার বালান্দর গ্রাম থেকে তোলা ছবি।
দিনাজপুরের বিভিন্ন উপজেলার আমন ধান বন্যায় নষ্ট হয়ে গেছে। ছবিটি বিরল উপজেলার বৈরাগীপাড়া গ্রাম থেকে তোলা।
দিনাজপুরের বিভিন্ন উপজেলার আমন ধান বন্যায় নষ্ট হয়ে গেছে। ছবিটি বিরল উপজেলার বৈরাগীপাড়া গ্রাম থেকে তোলা।