দিনাজপুরে পুনর্ভবা ও আত্রাই নদের পানি বিপৎসীমা অতিক্রম করেছে। দিনাজপুর-ঢাকা মহাসড়ক ও দিনাজপুর-ঠাকুরগাঁও মহাসড়কের কিছু অংশ এবং পথঘাট, নিম্নাঞ্চলসহ শহরের পাড়া-মহল্লা প্লাবিত হয়েছে। প্রবল স্রোত থাকায় দিনাজপুর-ঢাকা মহাসড়কের কাউগাঁ থেকে পাঁচবাড়ী প্রায় দুই কিলোমিটার রাস্তায় যান চলাচল বন্ধ ছিল। বন্যায় জনজীবনে দেখা দেয় স্থবিরতা। দিনাজপুরের বন্যাদুর্গত এলাকার ছবিগুলো গত শনিবার তোলা।








