বরিশালে সেরা ১০ প্রতিমাশিল্পী পেলেন সম্মাননা

সপ্তম দক্ষিণাঞ্চলীয় মৃৎ​শিল্পী সম্মেলন ও সম্মাননা অনুষ্ঠানে মাটির তৈরি রকমারি তৈজসপত্র ও আলোকচিত্র নিয়ে এক প্রদর্শনীর আয়োজন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধনের প্রাক্কালে আমন্ত্রিত অতিথিরা (ইনসেটে)। ছবি দুটি গতকাল সকালে বরিশাল নগরের অশ্বিনীকুমার হল থেকে তোলা l প্রথম আলো
সপ্তম দক্ষিণাঞ্চলীয় মৃৎ​শিল্পী সম্মেলন ও সম্মাননা অনুষ্ঠানে মাটির তৈরি রকমারি তৈজসপত্র ও আলোকচিত্র নিয়ে এক প্রদর্শনীর আয়োজন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধনের প্রাক্কালে আমন্ত্রিত অতিথিরা (ইনসেটে)। ছবি দুটি গতকাল সকালে বরিশাল নগরের অশ্বিনীকুমার হল থেকে তোলা l প্রথম আলো

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশাল মহানগরসহ জেলার ৫৫৬টি মন্দিরে প্রতিমা নির্মাণ করেছেন কারিগরেরা। এঁরা পাল নামে পরিচিত। এই শিল্পীদের শ্রদ্ধা ও সম্মান জানাতে গতকাল মঙ্গলবার বরিশাল নগরে দিনব্যাপী এক উৎসবের আয়োজন করা হয়।
নগরের অশ্বিনীকুমার হলে দেবী দুর্গার রূপদানকারী কারিগরদের নিয়ে বসে এ উৎসব। সকালে মঙ্গলপ্রদীপ প্রজ্বালনের মাধ্যমে ‘৭ম দক্ষিণাঞ্চলীয় মৃৎশিল্পী সম্মেলন ও সম্মাননা’ শীর্ষক এ উৎসবের উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বরিশাল জেলা প্রশাসক গাজী মো. সাইফুজ্জামান, সমকাল পত্রিকার সহযোগী সম্পাদক অজয় দাশ গুপ্ত, চিত্রশিল্পী সাইদুল হক, মুক্তিযোদ্ধা আক্কাস হোসেন, নাট্যজন সৈয়দ দুলাল ও বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি নজরুল বিশ্বাস। উৎসবের প্রথম পর্বের অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রাখাল চন্দ্র দে।
উৎসবে বক্তারা বলেন, মৃৎশিল্পীরা সমাজের প্রকৃত শিল্পী ও খাঁটি মানুষ। তাঁদের হাতের পরশে কাঁদা-মাটি প্রাণ পায়। হয় আরাধনা ও পূজার দেবতা। তাঁদের সম্মান জানানো ও বাঁচিয়ে রাখার দায়িত্ব সবার।
এবার দক্ষিণাঞ্চলের সেরা ১০ মৃৎশিল্পীকে সম্মাননা জানানো হয়েছে। তাঁদের উত্তরীয় ও ক্রেস্ট দেওয়া হয়। একই সঙ্গে ৭০ মৃৎশিল্পী ও ১০০ সহযোগী মৃৎশিল্পীকে দেওয়া হয় টাকা ও পোশাক। উৎসবে বিভিন্ন অঞ্চলের মৃৎশিল্পীদের কাজের নমুনাও প্রদর্শন করা হয়।
সন্ধ্যায় একই স্থানে শিশুদের আঁকা একটি ছবির প্রদর্শনীর আয়োজন করা হয়। প্রদর্শনীর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাংসদ জেবুন্নেছা আফরোজ। এ ছাড়া ছিলেন বরিশাল বোর্ডের চেয়ারম্যান মু জিয়াউল হক, ব্রজমোহন (বিএম) কলেজের অধ্যক্ষ সম ইমানুল হাকিম, বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি শান্তি দাস প্রমুখ। সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধা আক্কাস হোসেন।