বরুড়ায় বিএনপির সম্পাদকসহ আটক ৫৪

কুমিল্লার বরুড়া পৌরসভার মেয়র ও উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন পাটোয়ারী এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাউসার আলমসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের ৫৪ জন নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ।
গতকাল বুধবার বিকেলে জেলার আদর্শ সদর উপজেলার আলেখারচর মিয়ামি হোটেল থেকে তাঁদের আটক করা হয়।
আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন বরুড়া উপজেলা বিএনপির সহসভাপতি আবুল হাশেম, উপজেলা যুবদলের সভাপতি মফিজুল ইসলাম প্রমুখ।