বাংলাদেশ সম্ভাবনায় পরিপূর্ণ একটি দেশ: ভূমিমন্ত্রী
বর্তমান যুগকে ‘এশিয়ার যুগ’ হিসেবে উল্লেখ করেছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। তিনি বিদেশি বিনিয়োগকারীদের উদ্দেশে বলেছেন, ‘বাংলাদেশ সম্ভাবনা ও সুযোগে পরিপূর্ণ একটি দেশ। এই সুযোগ গ্রহণ করুন। এটাই বাংলাদেশের আহ্বান।’
‘বাংলার বাঘের উদয়: বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগের সম্ভাবনা’ শীর্ষক রোড শোয়ে বাংলাদেশের পুঁজিবাজারের ওপর দ্বিতীয় বিনিয়োগ শীর্ষ সম্মেলনে এ কথা বলেন ভূমিমন্ত্রী। সুইজারল্যান্ডের জেনভা শহরের এক হোটেলে গতকাল বুধবার এ অনুষ্ঠান হয়। আজ বৃহস্পতিবার ভূমি মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বিদেশি ও অনাবাসী বাংলাদেশি ব্যবসায়ীরা এতে অংশ নেন।
বাংলাদেশের পুঁজিবাজারের উন্নয়নে বিশেষ করে সুইজারল্যান্ডের বিনিয়োগকারীদের কাছে বাংলাদেশের পুঁজিবাজারে বিনিয়োগ সম্ভাবনা তুলে ধরতেই এই আয়োজন। সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এই রোড শোর আয়োজন করে।
ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে হাইটেক শিল্প ও জাহাজ নির্মাণের মতো ভারী শিল্পে বিনিয়োগ করার আহ্বান জানান। ভূমিমন্ত্রী আরও বলেন, ‘বাংলাদেশে আসুন এবং বিনিয়োগের পূর্বে পরিস্থিতি যাচাই করে দেখুন।’
বিশ্ব মহামারির এই সময়ে বাংলাদেশের অর্থনীতি সচল রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় নেতৃত্বের কথা বক্তব্যে তুলে ধরেন ভূমিমন্ত্রী। তিনি বাংলাদেশি উদ্যোক্তাদের উদ্যমী ও যোদ্ধা হিসেবেও উল্লেখ করেন।
ভূমিমন্ত্রী বলেন, বাংলাদেশ ধীরে ধীরে কৃষিভিত্তিক অর্থনীতি থেকে শিল্পভিত্তিক অর্থনীতিতে পরিবর্তিত হচ্ছে। এক দশকের মধ্যে বাংলাদেশে একটি সম্পূর্ণ শিল্পভিত্তিক অর্থনীতি হবে। বাংলাদেশের জন্য কৃষি এখনো অপরিহার্য এবং খাদ্য নিরাপত্তা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার।
অনুষ্ঠানে প্রদর্শিত ভিডিও বার্তার মাধ্যমে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক তেদরোস আধানোম গেব্রেয়াসুস বলেন, দেশের সব মানুষের জীবন ও স্বাস্থ্যের সর্বোচ্চ অর্জনযোগ্য মানসমূহ নিশ্চিতে আধুনিক বাংলাদেশের জনক শেখ মুজিবুর রহমানের স্বপ্ন পূরণের দায়িত্ব প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের কাছে অর্পিত হয়েছে।
বাংলাদেশ গত এক দশকে বিশ্বের সবচেয়ে দ্রুত বর্ধনশীল অর্থনীতিগুলোর অন্যতম। দারিদ্র্য হ্রাস ও স্বাস্থ্য উন্নয়নে দেশটি উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে।
সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বিদেশি বিনিয়োগকারী ও ব্যবসায়ীদের প্রতি বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে একসঙ্গে কাজ করার আহ্বান জানান। তিনি তাঁদের উদ্দেশে বলেন, ‘বাংলাদেশ এখন বড় ধরনের বিনিয়োগের জন্য সম্পূর্ণ প্রস্তুত। আসুন, বাংলাদেশে বিনিয়োগ করুন।’
এই বছরের শুরুতে দুবাই এবং যুক্তরাষ্ট্রের চারটি প্রধান শহরে সফলভাবে রোড শো সমাপ্তির পর, বিএসইসি এখন সুইজারল্যান্ডের জুরিখ ও জেনেভায় রোড শো পরিচালনা করল।
সম্মেলনে অনাবাসী বাংলাদেশি ও বিদেশি প্রাতিষ্ঠানিক ও স্বতন্ত্র বিনিয়োগকারী এবং ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।
অর্থ বিভাগের জ্যেষ্ঠ সচিব আবদুর রউফ তালুকদার, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের জ্যেষ্ঠ সচিব এন এম জিয়াউল আলম পিএএ, বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মো. নজরুল ইসলাম, জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য মো. আলমগীর হোসেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।