রাজশাহীর বাগমারা উপজেলায় পানের বরজে কাজ করার সময় আবুল হোসেন (৫৪) নামের এক কৃষক বজ্রপাতে মারা গেছেন। আজ মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে। নিহত আবুল হোসেন উপজেলার গণিপুর ইউনিয়নের গঙ্গানারায়ণপুর গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা বলেন, আবুল হোসেন আজ সকালে নিজ গ্রামের পানের বরজে অন্যদের সঙ্গে কাজ করছিলেন। সকাল সাড়ে ১০টার দিকে বিকট শব্দে সেখানে বজ্রপাত হয়। এ সময় তিনি অচেতন হয়ে পড়েন। বজ্রপাতে তাঁর শরীরের বিভিন্নস্থান ঝলসে যায়। পরে তাঁকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়। চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় লোকজন বলেন, আজ সকালে কোনো রকম বৃষ্টি ছাড়াই বজ্রপাত হয়। আকস্মিক এ বজ্রপাতে মারা হন আবুল হোসেন।
গণিপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মনিরুজ্জামান এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন।