বাগেরহাটে করোনা সংক্রমণের হার বেড়ে ৫০ শতাংশ
বাগেরহাট জেলায় গত ২৪ ঘণ্টায় ১১০ জনের নমুনা পরীক্ষা করে ৫৫ জনের শরীরে করোনা সংক্রমণ ধরা পড়েছে। সংক্রমণের হার ৫০ শতাংশ। আগের ২৪ ঘণ্টায় সংক্রমণের হার ছিল ৩০ শতাংশ।
জেলা সিভিল সার্জন কে এম হুমায়ুন কবির বলেন, জেলায় এ পর্যন্ত সব মিলিয়ে ২ হাজার ১০৭ জনের মধ্যে করোনা সংক্রমণ ধরা পড়েছে। এর মধ্যে ৫৭ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছেন ১ হাজার ৫৪৯ জন।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, জেলায় সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকা মোংলা উপজেলায় গত ২৪ ঘণ্টায় ৫৯ জনের নমুনা পরীক্ষা করে ৩৩ জনের সংক্রমণ ধরা পড়েছে। শনাক্তের হার ৫৫ দশমিক ৯৩ শতাংশ।
হুমায়ুন কবির বলেন, বাগেরহাটে করোনা সংক্রমণ বাড়ছে। এর মধ্যে মোংলায় দৈনিক শনাক্তের হার ৪০ থেকে ৭০ শতাংশের মধ্যে ওঠানামা করছে। এটা উদ্বেগজনক। এ ছাড়া মোরেলগঞ্জ ও শরণখোলা উপজেলাতেও ঝুঁকি বাড়ছে।