বানের পানিতে কষ্ট
>সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকার শতাধিক গ্রাম বানের পানিতে প্লাবিত। পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে ধলাই নদের পানি বেড়ে উপচে পড়ছে উপজেলার বিভিন্ন গ্রামে। পাঁচ দিন ধরে এমন অবস্থায় দুর্ভোগ পোহাচ্ছে বানভাসি মানুষ। বানের পানিতে তলিয়ে গিয়েছে উপজেলার তেলিখাল, মোস্তফানগর, চানপুর, খায়েরগাঁওসহ বিভিন্ন এলাকার রাস্তা ও ঘরবাড়ি।