বান্দরবান থেকে জাল টাকা এনে ছড়িয়ে দিতেন চট্টগ্রাম মহানগরে
চট্টগ্রামে সাত লাখ জাল টাকাসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শুক্রবার রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ পূর্ব গেট এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে র্যাব। গ্রেপ্তার ব্যক্তির নাম মোহাম্মদ আশরাফুল ইসলাম (২৩)।
র্যাব-৭ চট্টগ্রামের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এ ইউসুফ প্রথম আলোকে বলেন, আসামি দীর্ঘদিন জাল টাকাকে আসল টাকা বলে চালিয়ে আসছিলেন। মূলত বান্দরবান থেকে এই জাল টাকা সংগ্রহ করে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন বাজার ছাড়াও নোয়াখালী, কুমিল্লা, ফেনী জেলাসহ বিভিন্ন জায়গায় বিক্রি করতেন তিনি। ঈদুল আজহা উপলক্ষে জাল টাকা লেনদেন করে অতিরিক্ত মুনাফা অর্জন এই চক্রের মূল লক্ষ্য।
এম এ ইউসুফ জানান, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে নগরের পাঁচলাইশ থানায় মামলা হয়েছে। এই চক্রের জাল টাকা তৈরির কারখানা শনাক্তের চেষ্টা করছে র্যাব।