বিচারগান
ফরিদপুর শহরের কমলাপুর এলাকার শাহ পাগলার মাজার চত্বরে গত বুধবার রাতভর বিচারগান অনুষ্ঠিত হয়েছে। দেশে বিচারগানের খ্যাতনামা শিল্পী মো. শাহ আলম সরকার ও আকলিমা বেগম ভোররাত পর্যন্ত এতে অংশ নেন। ওই মাজারের মোতোয়ালি মো. আবদুল কুদ্দুস জানান, শেখ শাহাবুদ্দিন আউলিয়া (রহ.) শাহ পাগলার ৫২তম বার্ষিক ওরস উপলক্ষে আয়োজিত দুই দিনের বিচারগান গতকাল বৃহস্পতিবার সকালে শেষ হয়। প্রথমে সুনীল কর্মকার ও মো. আয়নাল মিয়া এবং পরে শাহ আলম সরকার ও আকলিমা বেগম বিচারগান পরিবেশন করেন।