বিজয় দিবসের প্যারেড হচ্ছে না

এ বছর বিজয় দিবসের প্যারেড হচ্ছে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ-সংক্রান্ত অনুশাসন দিয়েছেন। গতকাল বুধবার তথ্য বিবরণীতে এসব জানানো হয়।
তথ্য বিবরণীতে বলা হয়, সশস্ত্র বাহিনীসহ সব বাহিনীর সদস্যরা দশম জাতীয় সংসদ নির্বাচনে নিয়োজিত থাকবেন। এ কারণে প্যারেড হবে না।
উল্লেখ্য, প্রতিবছর আগারগাঁও জাতীয় প্যারেড ময়দানে বার্ষিক প্যারেড অনুষ্ঠিত হয়। তিন বাহিনী ছাড়াও আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত বাহিনীগুলো এতে অংশগ্রহণ করে। বিভিন্ন মন্ত্রণালয়ও তাদের উন্নয়ন কর্মকাণ্ড প্রদর্শন থাকে থাকে।