বিদায় যুবরাজ
>কোরবানি ঈদ সামনে রেখে নয় মাস আগে বিদেশি জাতের গরু ৬৩ হাজার টাকায় কেনেন মাহফুজুর রহমান ও মমতাজ দম্পতি। শখ করে গরুটির নাম রাখেন যুবরাজ। আদর-যত্নে বড় করেছেন গরুটিকে। ১ লাখ ৬৭ হাজার টাকায় ঢাকার এক ব্যক্তির কাছে গরুটি বিক্রি করেন। পোষা প্রাণীকে বিদায় দিতে গিয়ে যুবরাজের জন্য বিষাদগ্রস্ত হয়ে পড়েন মাহফুজুর ও মমতাজ।