বিমানের ঢাকা-শারজাহ ফ্লাইট চালু ২৫ জানুয়ারি
যাত্রীদের সুবিধার কথা ভেবে ২৫ জানুয়ারি চালু হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের শারজাহ গন্তব্যের ফ্লাইট। সংযুক্ত আরব আমিরাতের শারজাহ শহরে সরাসরি ফ্লাইট পরিচালনা করবে রাষ্ট্রীয় শতভাগ মালিকানাধীন এয়ারলাইনস সংস্থাটি। ঢাকা-শারজাহ গন্তব্যে প্রতি সপ্তাহে চারটি ফ্লাইট পরিচালনা করা হবে। আজ বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিমান কর্তৃপক্ষ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ বেলা তিনটা থেকে ঢাকা-শারজাহ গন্তব্যের টিকিট কেনা যাবে। ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানের ফ্লাইট বিজি–৫১ প্রতি সপ্তাহে মঙ্গল, বৃহস্পতি, শনি ও সোমবার স্থানীয় সময় রাত সাড়ে ১০টায় শারজাহর উদ্দেশে ছেড়ে যাবে। শারজাহর স্থানীয় সময় রাত সোয়া দুইটার দিকে ফ্লাইটটি পৌঁছাবে।
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উপমহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকারের স্বাক্ষর করা বিজ্ঞপ্তিতে বিমান জানায়, এদিকে ফ্লাইট বিজি–১৫২ সপ্তাহে প্রতি মঙ্গল, বুধ, শুক্র ও রোববার শারজাহ থেকে ভোর ৪টায় ছেড়ে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর পৌঁছাবে স্থানীয় সময় বেলা পৌনে ১১টায়। একই ফ্লাইট এরপর ঢাকায় পৌঁছাবে দুপুর সাড়ে ১২টায়।
বিমান জানিয়েছে, বিমানের যেকোনো সেলস অফিস, বলাকার প্রধান কার্যালয়ের সেলস সেন্টার (২৪/৭): মুঠোফোন নম্বর: ০১৭৭৭৭১৫৬৩০-৩১, ফোন: +৮৮-০২-৮৯০১৬০০ এক্সটেনশন ২১৩৫/ ২১৩৬, বিমান কল সেন্টার (০১৯৯০৯৯৭৯৯৭) এবং বিমান অনুমোদিত ট্রাভেল এজেন্সির মাধ্যমে ঢাকা-শারজাহর টিকিট কেনা যাবে।
ট্রাভেল অ্যাডভাইজরি অনুযায়ী ফ্লাইটসূচির অন্তত আট ঘণ্টা আগে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে যাত্রীদের সব আনুষ্ঠানিকতা শুরু করার অনুরোধ জানিয়েছে বিমান।