বিমান চলাচল চুক্তি স্বাক্ষরের প্রস্তাব সুইজারল্যান্ডের
বাংলাদেশের সঙ্গে আকাশপথে চলাচলে চুক্তি স্বাক্ষরের প্রস্তাব করেছে সুইজারল্যান্ড। এ লক্ষ্যে বাংলাদেশের সুইজারল্যান্ড দূতাবাসের পক্ষ থেকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে প্রস্তাবনা দেওয়া হয়েছে।
বুধবার সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. মাহবুব আলীর সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত মিজ নাথালি চুয়ার্ড। এ সময় চুক্তি স্বাক্ষরের প্রস্তাবনা প্রতিমন্ত্রীর কাছে হস্তান্তর করেন রাষ্ট্রদূত।
সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ ও সুইজারল্যান্ডের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্কের ৫০ বছর উদযাপন ও দুই দেশের মধ্যে পর্যটনসহ ব্যবসা-বাণিজ্যের সম্পর্ক বাড়ানোর লক্ষ্যে সুইজারল্যান্ড চুক্তিটি স্বাক্ষর করতে চায়। এ সময়ে দুই দেশের পর্যটন শিল্পের উন্নয়নে একত্রে কাজ করার বিষয়েও রাষ্ট্রদূত আগ্রহ প্রকাশ করেন।
রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎকালে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী বলেন, সুইজারল্যান্ডের প্রস্তাবটি যথাযথ প্রক্রিয়া বাস্তবায়ন করে যথাসময়েই সম্পাদন করা হবে। দুই দেশের মধ্যে বিমান চলাচল শুরু হলে দুই দেশের জনগণের মধ্যকার যোগাযোগ বৃদ্ধি পাবে, ব্যবসা-বাণিজ্যের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হবে। পর্যটন ও এভিয়েশন শিল্পের উন্নয়নে দুই দেশের একত্রে কাজ করার সুযোগ তৈরি হবে।