default-image

ঢাকার আশুলিয়া এলাকার এক বাসিন্দা থাকতেন জার্মানিতে। গত শুক্রবার তিনি দেশে ফেরেন। দেশে ফিরে বিয়ের আয়োজন করেন ওই প্রবাসী। আগামীকাল শুক্রবার তাঁর বিয়ের অনুষ্ঠান হওয়ার কথা ছিল। সে অনুযায়ী সব প্রস্তুতিও সম্পন্ন হয়। কিন্তু বাদ সাধে প্রশাসন। আজ বৃহস্পতিবার পুলিশ বিয়ে বন্ধ করে তাঁকে বাড়িতে ‘কোয়ারেন্টিনে’ থাকতে বাধ্য করে।

সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সায়েমুল হুদা বলেন, জার্মানিফেরত ব্যক্তির তথ্য প্রশাসনের কাছে ছিল না। তথ্য পাওয়ার পর তাঁকে ‘হোম কোয়ারেন্টিনে’ রাখা হয়েছে। বিয়ে বন্ধ করে দিয়ে কনেপক্ষকে সতর্ক করে দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন
মন্তব্য পড়ুন 0