বৃত্তি প্রদান
সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় নূরুল হক এডুকেশন ট্রাস্ট ফেঞ্চুগঞ্জ-ইউকের উদ্যোগে শিক্ষানুরাগী সাজ্জাদ আলী চৌধুরী স্মৃতি বৃত্তি বিতরণ অনুষ্ঠান গতকাল মঙ্গলবার দুপুরে স্থানীয় সৈয়দ আফরোজ ফিরোজ একাডেমি হলরুমে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ট্রাস্টের ফেঞ্চুগঞ্জ শাখার সভাপতি কবি মোস্তফা নুরুজ্জামান। সাংবাদিক রিয়াজ উদ্দীনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ট্রাস্টের ইউকে শাখার সহসভাপতি মো. দেলোয়ার আলী। অনুষ্ঠানে উপজেলার ১০৬ জন শিক্ষার্থীর মধ্যে নগদ অর্থ ও সনদ বিতরণ করা হয়।