বৈকালী সংঘের ক্রিকেট টুর্নামেন্ট

রাজশাহীতে গতকাল বৃহস্পতিবার সকালে বৈকালী সংঘের উদ্যোগে ‘তৃতীয় শরীফ আহমেদ অনূর্ধ্ব ১৪-১৬ ক্রিকেট টুর্নামেন্ট’ উদ্বোধন করা হয়েছে। রাজশাহীর প্রয়াত কৃতী হকি খেলোয়াড় শরীফ আহমেদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। গতকাল সকাল ১০টায় নগরের কাজীহাটা এলাকায় অবস্থিত কালেক্টরেট মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন রাজশাহী মহানগর পুলিশ কমিশনার মো. শামসুদ্দিন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চায়নিজ রেস্তোরাঁ মাস্টার শেফের ব্যবস্থাপনা পরিচালক সিহাব উদ্দিন, রাজশাহী সিটি করপোরেশনের ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মাহাবুবুর রহমান ও শরীফ আহমেদের স্ত্রী নাসরিন বেগম।
এবারের টুর্নামেন্টে নগরের ১৫টি ক্লাব অংশ নিচ্ছে। গতকাল উদ্বোধনী দিনে প্রাথমিক ক্রীড়া প্রশিক্ষণ সেন্টারকে হারিয়ে রাজশাহী ক্রিকেট কোচিং স্কুল ছয় রানে জয়লাভ করে।