ব্যাংকের ভাইভা দিতে যাওয়ার সময় বাসচাপায় যুবকের মৃত্যু

মোহাম্মদ জুয়েল
ছবি: সংগৃহীত

একটি ব্যাংকের চাকরির ভাইভা দেওয়ার জন্য বাসা থেকে বের হয়ে সড়ক পার হওয়ার সময় বাসচাপায় যুবকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা ইউনিয়নের চুনকুটিয়া চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে।

মারা যাওয়া যুবকের নাম মোহাম্মদ জুয়েল (২৬)। তিনি দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা উত্তরপাড়া এলাকার বাসিন্দা বাবুল ব্যাপারীর ছেলে।

জুয়েলের শিক্ষক মো. সোহেল বলেন, জুয়েল একটি ব্যাংকের চাকরির মৌখিক পরীক্ষা (ভাইভা) দিতে বাসা থেকে ঢাকার মতিঝিলের উদ্দেশে বের হন। চুনকুটিয়া চৌরাস্তা এলাকায় সড়ক পার হওয়ার সময় স্বাধীন পরিবহনের যাত্রীবাহী একটি বাস তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তিনি মারা যান।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) নাজমুল আলম বলেন, যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ট হয়ে জুয়েলের মাথা থেঁতলে গেছে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ঘটনার পর বাসটি আটক করা গেলেও চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি মামলার প্রস্তুতি চলছে।