ব্রাহ্মণবাড়িয়ায় হাসান আরিফের স্মরণে শোকসভা

আবৃত্তিকার হাসান আরিফের স্মরণে শোকসভা হয়েছে। আজ বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে
ছবি: প্রথম আলো

ব্রাহ্মণবাড়িয়ায় সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক ও আবৃত্তিকার হাসান আরিফের প্রয়াণে শোকসভা হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে তিনটায় জেলা শহরের শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোট এই শোকসভার আয়োজন করে।

জোটের আহ্বায়ক আবদুন নূরের সভাপতিত্বে শোকসভার আলোচনায় অংশ নেন জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের জেলা শাখার সহসভাপতি চিকিৎসক অরুণাভ পোদ্দার, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাংগঠনিক সম্পাদক মনির হোসেন, খেলাঘর ব্রাহ্মণবাড়িয়ার সাধারণ সম্পাদক নিহার রঞ্জন সরকার, সাহিত্য একাডেমির সাধারণ সম্পাদক নুরুল আমীন, আবরণী আবৃত্তি চর্চা কেন্দ্রের পরিচালক হাবিবুর রহমান, আখাউড়া খেলাঘরের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ পাল প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা আবৃত্তিকার হাসান আরিফের কর্মজীবনের নানা দিক তুলে ধরে তাঁর আত্মার শান্তি কামনা করে দোয়া করেন। শোকসভায় আবৃত্তিকার হাসান আরিফের স্মরণে আবৃত্তি পরিবেশন করেন তিতাস আবৃত্তি সংগঠনের কর্মীরা। সভা পরিচালনা করেন সাহিত্য একাডেমির সদস্য সোহেল আহাদ।