নান্দাইলের হাওলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় বারান্দায় চলছে পাঠদান। ছবিটি সম্প্রতি তোলা l প্রথম আলো
নান্দাইলের হাওলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় বারান্দায় চলছে পাঠদান। ছবিটি সম্প্রতি তোলা l প্রথম আলো

ময়মনসিংহের নান্দাইল উপজেলার হাওলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। তাই ভবনের বারান্দা ও পাশের একটি চালাঘরে শিশুদের পাঠদান কার্যক্রম চালানো হচ্ছে।

সম্প্রতি সরেজমিনে দেখা যায়, বিদ্যালয়ের পাকা ভবন রয়েছে একটি। কিন্তু সেটির দশা অত্যন্ত জীর্ণ। ছাদ ও বিমে ফাটল ধরেছে। বিম থেকে পলেস্তারা খসে ভেতরের রড বেরিয়ে আসছে। ভবনের বারান্দার খুঁটি থেকে পলেস্তারা খসে পড়ায় সেগুলো নড়বড়ে হয়ে পড়েছে। এই ঝুঁকিপূর্ণ ভবনের ভেতরের দুটি কক্ষ ও বারান্দায় চলছে ২৯৮ শিশুর পাঠদান কার্যক্রম। ঝুঁকিপূর্ণ ভবনের আশপাশ দিয়ে শিশুদের অবাধ ঘোরাফেরায় যেকোনো সময় মারাত্মক দুর্ঘটনার শঙ্কায় শঙ্কিত থাকে স্থানীয় লোকজন।

প্রধান শিক্ষিকা ফিরোজা আক্তার বলেন, ২০১৩ সালে বিদ্যালয়টি সরকারি করা হয়। এরপর একাধিক জনপ্রতিনিধি পরিদর্শন করে গেছেন এ বিদ্যালয়। তাঁরা এখানে এসে ভবনের দুরবস্থা দেখে নতুন ভবন নির্মাণের প্রতিশ্রুতিও দিয়েছেন। কিন্তু তিন বছরেও নতুন ভবনটি আর হয়নি। বিদ্যালয়ের দুই পালায় ২৯৮ জন শিক্ষার্থী লেখাপড়া করে। তাদের বসার জন্য প্রয়োজনীয় বেঞ্চ নেই। প্রধান শিক্ষক আরও বলেন, পাঠদান উপকরণের জন্য বরাদ্দ পাওয়া সরকারি অর্থ খরচ করে টিনের একটি চালা ও কয়েকটি বেঞ্চ নির্মাণ করা হয়েছে। কিন্তু ঝড়বৃষ্টির মতো প্রাকৃতিক দুর্যোগ এলে বিদ্যালয় থেকে শিক্ষার্থীরা ভয়ে বাড়িতে চলে যায়। যাদের বাড়ি দূরে, তারা পাকা ভবন ছেড়ে পাশের টিনের চালাঘরে আশ্রয় নেয়।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও আওয়ামী লীগের স্থানীয় নেতা নুরুল ইসলাম বলেন, ‘প্রায় তিন বছর আগে সাংসদের প্রতিশ্রুতি পেয়েছি। কিন্তু নতুন ভবন নির্মাণ করা হয়নি, এটাই সতি৵।’

ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনের সাংসদ আনোয়ারুল আবেদিন খান বলেন, নতুন ভবন নির্মাণের জন্যে বিদ্যালয়টির নাম তালিকাভুক্ত করা হয়েছে।

নান্দাইল উপজেলা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের (এলজিইডি) প্রকৌশলী আবুল খায়ের মিয়া বলেন, শিক্ষা প্রকৌশল বিভাগে বিদ্যালয়টির অবকাঠামোগত দিকের যাবতীয় তথ্য দেওয়া হয়েছে। সেখান থেকে অনুমোদনের পর দরপত্র আহ্বানের কাজ শুরু হতে পারে।