default-image

ভাওয়াল রাজ এস্টেটের জমির অবৈধ দখলদারদের নামের পূর্ণাঙ্গ তালিকা চেয়েছে ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি। পাশাপাশি ভাওয়াল রাজ এস্টেটের জমির পরিমাণ নির্ধারণ ও তা দ্রুত উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সুপারিশ করেছে কমিটি।

আজ বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এই সুপারিশ করা হয়। বৈঠক শেষে সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ভাওয়াল রাজ এস্টেটের জমি নিয়ে উচ্চ আদালত ও নিম্ন আদালতে সরকারের বিরুদ্ধে চলা মামলাগুলো গুরুত্ব বিবেচনা করে তা দ্রুত নিষ্পত্তির সুপারিশ করা হয়।

বিজ্ঞাপন

এ ছাড়া অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন অনুযায়ী সব অর্পিত সম্পত্তি সরকারের খাস খতিয়ানে অন্তর্ভুক্ত করতে সুপারিশ করা হয়। কমিটির সভাপতি মো. মকবুল হোসেন, সদস্য ও ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, মনোরঞ্জন শীল, হাবিবর রহমান, আনোয়ারুল আজীম, নেছার আহমদ, উম্মে ফাতেমা নাজমা বেগম এবং আমিনুল ইসলাম বৈঠকে অংশ নেন।

মন্তব্য পড়ুন 0