ভারতে আড়াই বছর সাজার পর দেশে ফিরলেন ১৪ তরুণ
ভারতে আড়াই বছর সাজা ভোগের পর ১৪ বাংলাদেশি তরুণকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। রোববার সন্ধ্যার দিকে বেনাপোল স্থলবন্দর দিয়ে তাঁরা দেশে ফেরেন।
ভারতের পেট্রাপোল অভিবাসন (ইমিগ্রেশন) পুলিশ ওই ১৪ তরুণকে বাংলাদেশের বেনাপোল অভিবাসন পুলিশের কাছে স্থানান্তর করে।
ফেরত আসা তরুণদের বাড়ি নারায়ণগঞ্জ, মাদারীপুর, রাজবাড়ী, ফরিদপুর, শরীয়তপুর ও লক্ষ্মীপুর জেলার বিভিন্ন এলাকায়। তাঁদের সবারই বয়স ২৫ বছরের নিচে।
পুলিশ সূত্রে জানা গেছে, ভালো কাজের আশায় দেশের বিভিন্ন এলাকা থেকে ওই ১৪ জন তরুণ অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন। এরপর বিভিন্ন সময় তাঁরা সে দেশের পুলিশের হাতে আটক হন। ভারতের আদালত তাঁদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন। দুই থেকে আড়াই বছর সাজা ভোগ শেষে দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে তাঁদের দেশে ফিরিয়ে নেওয়া হয়েছে।
বেনাপোল অভিবাসন পুলিশের পরিদর্শক মাসুম কাজী বলেন, বিনা পাসপোর্টে ভারতে গিয়ে তাঁরা আটক হয়েছিলেন। দেশে ফিরিয়ে এনে বেনাপোল বন্দর থানায় সাধারণ ডায়েরির মাধ্যমে তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে।