default-image

ময়মনসিংহের ভালুকা উপজেলায় পানিতে ডুবে শিশু দুই বোনের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় উপজেলার নয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া দুই বোনের নাম সিনহা আক্তার (৪) এবং মিনহা আক্তার (২)। তারা উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের নয়াপাড়া গ্রামের আবদুল হাইয়ের মেয়ে।

স্থানীয় বাসিন্দা সূত্রে জানা গেছে, গতকাল বিকেলে উপজেলার ওই গ্রামের নিজ বাড়ির পাশের পুকুরপাড়ে খেলাধুলা করছিল সিনহা ও মিনহা। কিছুক্ষণ পর থেকে ওই দুই শিশুকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। একপর্যায়ে ওই পুকুরে মিনহার লাশ ভেসে থাকতে দেখে প্রতিবেশীরা। পরে পুকুরে খোঁজাখুঁজি করে সিনহারও লাশ পাওয়া যায়।

বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ডাকাতিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম বলেন, আবদুল হাইয়ের দ্বিতীয় সংসারে এই দুই মেয়েই ছিল। রাত ১০টার দিকে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে পাশাপাশি দুই বোনের দাফন সম্পন্ন হয়েছে।

বিজ্ঞাপন
বাংলাদেশ থেকে আরও পড়ুন
মন্তব্য করুন