default-image

দুই বাংলার ‘সংযোগ-২০২০’ অনুষ্ঠান ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে উদ্বোধন করা হয়েছে। কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজ প্রাক্তনী সংসদ ও বঙ্গ সাহিত্য সমিতি আয়োজিত এ অনুষ্ঠানের উদ্বোধন করা হয় গত রোববার সকালে।

ইউল্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষাশহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও কেন্দ্রীয় শহীদ মিনারে মশাল প্রজ্বালনের মধ্য দিয়ে দুই বাংলার ‘সংযোগ-২০২০’ অনুষ্ঠানের উদ্বোধন হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতীয় দূতাবাসের হেড সেক্রেটারি বিশ্বপ্রতীম চক্রবর্তী। ফাদার মিল্টন কোস্টার নেতৃত্বে কলকাতা থেকে আসা প্রতিনিধিদলের অন্যতম সদস্য ও অনুষ্ঠানের আহ্বায়ক দীপন দাস। শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

অনুষ্ঠানে ফাদার মিল্টন কোস্টা বলেন, ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্যই এই অনুষ্ঠান করা হচ্ছে। ভাষার ক্রমবিলুপ্তির যুগে ভাষা রক্ষার এই অনুষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তিনি মনে করেন।

অনুষ্ঠানের আহ্বায়ক দীপন দাস বলেন, সব ভাষা বা ভাষা আন্দোলন, সে বাংলা হোক বা তামিল, নিজের মাতৃভাষাকে সম্মান জানানো ও আন্তসাংস্কৃতিক যোগাযোগ গড়ে তোলাই হলো এই সংযোগের মূল লক্ষ্য।

কেন্দ্রীয় শহীদ মিনার অনুষ্ঠান শেষে বেলা তিনটার দিকে মশাল পৌঁছায় ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) প্রাঙ্গণে। সেখানে মশাল গ্রহণ করেন ইউল্যাবের উপাচার্য এইচ এম জহিরুল হক।

বিজ্ঞাপন
বাংলাদেশ থেকে আরও পড়ুন
মন্তব্য করুন