‘ভূমিহীন বলে’ চাকরি হয়নি, রাষ্ট্রপক্ষকে খোঁজ নিতে বললেন হাইকোর্ট
ভূমিহীন হওয়ায় জেলা পুলিশের কনস্টেবল পদে খুলনার মিম আক্তারের চাকরি না হওয়ার অভিযোগ বিষয়ে খোঁজখবর নিয়ে রাষ্ট্রপক্ষকে জানাতে বলেছেন হাইকোর্ট। বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ মঙ্গলবার রাষ্ট্রপক্ষকে এ বিষয়ে আগামীকাল বুধবারের মধ্যে জানাতে বলেন।
‘প্রথম হয়েও কনস্টেবল হতে পারলেন না মিম’ শিরোনামে গণমাধ্যমে আসা প্রতিবেদন আদালতের নজরে আনেন সুপ্রিম কোর্টের আইনজীবী চঞ্চল কুমার বিশ্বাস, সঙ্গে ছিলেন আইনজীবী আনিচুর রহমান। শুনানি নিয়ে রাষ্ট্রপক্ষকে খোঁজ নিয়ে তথ্য জানাতে বলেন আদালত। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার।
আইনজীবী চঞ্চল কুমার বিশ্বাস প্রথম আলোকে বলেন, ‘ভূমি না থাকায় খুলনার মিম আক্তারের চাকরি হয়নি বলে গণমাধ্যমে আসা প্রতিবেদন আদালতের নজরে আনা হয়। আদালত বলেন, ভূমি না থাকায় যোগ্যতা থাকা সত্ত্বেও চাকরি হবে না, এটা তো হতে পারে না। প্রতিবছর অনেক মানুষ নদীভাঙনের শিকার হয়, তাহলে কি তারা চাকরি পাবেন না? পরীক্ষায় প্রথম হয়েছেন, তাঁকে আরও উৎসাহ দেওয়া উচিত। কেন চাকরি দেওয়া হচ্ছে না খোঁজখবর নিয়ে রাষ্ট্রপক্ষকে তা বুধবার জানাতে বলেন আদালত।’
প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়, বাবা ভূমিহীন হওয়ায় খুলনা জেলা পুলিশের কনস্টেবল পদে চাকরি হয়নি মিম আক্তারের। এমন অভিযোগ করেছে মিমের পরিবার। নিয়োগ পরীক্ষায় মেধাক্রমে মিম প্রথম হয়েছিলেন। তবে পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান বলেন, স্থায়ী ঠিকানা গোপন করা এবং চোখে সমস্যা থাকায় তাঁর চাকরি হয়নি।