মহসিন খানের আত্মহত্যার ভিডিও লিংক সরানো অব্যাহত রাখার নির্দেশ

হাইকোর্ট
ফাইল ছবি

ফেসবুক লাইভে এসে ব্যবসায়ী আবু মহসিন খানের আত্মহত্যার ঘটনা নিয়ে অনলাইন মাধ্যম থেকে ভিডিও লিংক সরানোর কার্যক্রম বিটিআরসিকে অব্যাহত রাখতে বলেছেন হাইকোর্ট। বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের সমন্বয়ে গঠিত ভার্চ্যুয়াল হাইকোর্ট বেঞ্চ আজ বুধবার এ কথা বলেন।

এর আগে ভিডিও লিংক অপসারণ বিষয়ে তথ্যাদি আদালতে তুলে ধরেন ধরেন বিটিআরসির আইনজীবী খন্দকার রেজা-ই রাকিব। তিনি জানান, ঘটনা নিয়ে বিটিআরসির চিহ্নিত করা ২২৭টির মধ্যে ২০২টি ভিডিও লিংক সরানো হয়েছে। শুনানি নিয়ে আদালত ১ মার্চ পরবর্তী আদেশের জন্য দিন রেখেছেন।

এর আগে আদালত বলেন, আগে এ রকম ছিল না। বিটিআরসির (লিংক সরানো) কার্যক্রম যাতে চলমান থাকে। যাতে এ ধরনের অপ্রত্যাশিত ভিডিও বা লিংক থেকে কেউ উৎসাহিত ও প্রভাবিত না হয়। যাতে কেউ উৎসাহিত না হয়, এটিই হচ্ছে মূল কথা। এটি ভয়ংকর ও খুবই কষ্টদায়ক।

‘ফেসবুক লাইভে এসে আত্মহত্যা’ শিরোনামে ৩ ফেব্রুয়ারি প্রথম আলোয় একটি প্রতিবেদন ছাপা হয়। সেদিন প্রতিবেদনটি আদালতে তুলে ধরেন জ্যেষ্ঠ আইনজীবী এ কে এম ফয়েজ। ভিডিওগুলো অবিলম্বে অপসারণের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার আরজি জানান তিনি। শুনানি নিয়ে স্বতঃপ্রণোদিত রুলসহ আদেশ দেন আদালত।

হাইকোর্ট মহসিন খানের ফেসবুক ভিডিও এবং ওই ঘটনার স্থিরচিত্র সামাজিক যোগাযোগমাধ্যম থেকে অবিলম্বে অপসারণ করতে ব্যবস্থা নিতে নির্দেশ দেন। আদেশ পাওয়ার ছয় ঘণ্টার মধ্যে ওই ভিডিও ও স্থিরচিত্র সরাতে বিটিআরসিসহ তিন বিবাদীর প্রতি নির্দেশ দেওয়া হয়। নির্দেশনা বাস্তবায়নের বিষয়ে পদক্ষেপ জানিয়ে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতেও বলা হয়। এর ধারাবাহিকতায় আজ বিষয়টি ওঠে।

আদালতে বিটিআরসির পক্ষে আইনজীবী খন্দকার রেজা-ই রাকিব এবং গণমাধ্যমের খবর নজরে আনা জ্যেষ্ঠ আইনজীবী এ কে এম ফয়েজ শুনানি করেন। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সমরেন্দ্র নাথ বিশ্বাস।

পরে ডেপুটি অ্যাটর্নি জেনারেল সমরেন্দ্র নাথ বিশ্বাস প্রথম আলোকে বলেন, জ্যেষ্ঠ আইনজীবী এ কে এম ফয়েজকে ভুক্তভোগীর (মহসিন খান) সংশ্লিষ্ট ভিডিওর ইউনিফর্ম রিসোর্স লোকেটর (ইউআরএল) দিতে বলেছেন, যাতে বাকি লিংক সরাতে বিটিআরসি তাৎক্ষণিক পদক্ষেপ নিতে পারে।

এর আগে শুনানিতে বিটিআরসির আইনজীবী বলেন, ২২৭টি লিংক চিহ্নিত করে বিটিআরসি। এর মধ্যে চিহ্নিত ২১১টির মধ্যে ১৯০টি লিংক ফেসবুক থেকে সরানো হয়েছে। ইউটিউবে থাকা ১০টি লিংকের মধ্যে ৬টি ইতিমধ্যে অপসারণ করা হয়েছে। এ ছাড়া লাইকি ও টিকটক থেকে তিনটি করে ছয়টি লিংক সরানো হয়েছে।

২ ফেব্রুয়ারি রাতে ধানমন্ডিতে নিজের বাসায় ফেসবুক লাইভে এসে গুলি চালিয়ে আত্মহত্যা করেন ব্যবসায়ী আবু মহসিন খান (৫৮)। রাজধানীর ধানমন্ডি ৭ নম্বর রোডের ২৫ নম্বর বাড়ির এক ফ্ল্যাটে ওই ঘটনা ঘটে। আবু মহসিন খান চিত্রনায়ক রিয়াজের শ্বশুর ও মডেল মুশফিকা তিনার বাবা।