মাগুরাকে প্রস্তাবিত ফরিদপুর বিভাগে অন্তর্ভুক্তির প্রতিবাদ

মাগুরা জেলাকে প্রস্তাবিত ফরিদপুর বিভাগে অন্তর্ভুক্তির প্রতিবাদে গতকাল শহরের চৌরঙ্গী মোড়ে মাগুরা সম্মিলিত সামাজিক আন্দোলনের উদ্যোগে প্রতিবাদ সভা ও মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয় l প্রথম আলো
মাগুরা জেলাকে প্রস্তাবিত ফরিদপুর বিভাগে অন্তর্ভুক্তির প্রতিবাদে গতকাল শহরের চৌরঙ্গী মোড়ে মাগুরা সম্মিলিত সামাজিক আন্দোলনের উদ্যোগে প্রতিবাদ সভা ও মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয় l প্রথম আলো

মাগুরা জেলাকে প্রস্তাবিত ফরিদপুর বিভাগে অন্তর্ভুক্তির প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার সকালে শহরের চৌরঙ্গী মোড়ে মাগুরা সম্মিলিত সামাজিক আন্দোলন পথসভা ও মানববন্ধন কর্মসূচির আয়োজন করেছে।
সম্মিলিত সামাজিক আন্দোলনের আহ্বায়ক মাহবুবুল আকবরের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় অন্যান্যের মধ্যে সংগঠনের সদস্যসচিব বাশারুল হায়দার, জেলা আইনজীবী সমিতির সভাপতি আমজাদ হোসেন, জাসদের নেতা আবুল কালাম আজাদ, উদীচীর সাধারণ সম্পাদক বিশ্বজিৎ চক্রবর্তী প্রমুখ বক্তব্য দেন।
বক্তারা বলেন, এই অঞ্চলের মানুষের কৃষ্টি ও সংস্কৃতি ফরিদপুর অঞ্চলের সঙ্গে মেলে না। তাই মাগুরাকে প্রস্তাবিত ফরিদপুর বিভাগের অন্তর্ভুক্তির সিদ্ধান্ত থেকে বাদ দিতে হবে। না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।