মাঠ প্রশাসনের কর্মচারীরা কর্মবিরতি চালিয়ে যাবেন
পদ ও বেতন গ্রেড উন্নীতকরণের দাবিতে দেশের বিভাগীয় কমিশনারের কার্যালয়, জেলা প্রশাসকের কার্যালয়, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ও সহকারী কমিশনারে (ভূমি) কার্যালয়ের কর্মচারীরা কর্মবিরতি অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছেন। আজ শনিবার সংগঠনের নেতারা ঢাকায় সভা করে এ সিদ্ধান্ত নিয়েছেন।
এর আগে গত বুধবার আন্দোলনকারী সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠকে বসেছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তারা। ওই বৈঠক থেকে কর্মসূচি স্থগিত করার অনুরোধ জানিয়েছিল জনপ্রশাসন মন্ত্রণালয়। সেদিন আন্দোলনকারী নেতারা জানিয়েছিলেন, তাঁরা শনিবার (আজ) নিজেদের মধ্যে সভা করে এ বিষয়ে সিদ্ধান্ত জানাবেন।
আন্দোলনকারী নেতাদের একজন বাংলাদেশ বিভাগীয় কমিশনার কার্যালয়ের কর্মচারী সমিতির মহাসচিব কাজী মনিরুজ্জামান প্রথম আলোকে বলেন, আজ শনিবার ঢাকায় সারা দেশের অন্তত ৫০টি জেলা এবং ৮টি বিভাগীয় কমিশনারের কার্যালয়ের প্রতিনিধিরা সভায় অংশ নিয়েছিলেন। সভায় তাঁরা দাবি আদায়ে কর্মবিরতি চালিয়ে যাওয়ার পক্ষে মত দেন। এ অবস্থায় জাতীয় দিবসগুলো ছাড়া ২৪ মার্চ পর্যন্ত কর্মবিরত চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়েছে।
সহকারী প্রশাসনিক কর্মকর্তা এবং সেকশন অফিসার নামে পদ সৃষ্টি করাসহ কিছু দাবিতে আন্দোলন করছেন মাঠপ্রশাসন হিসেবে পরিচিত দেশের বিভাগীয় কমিশনারের কার্যালয়, জেলা প্রশাসকের কার্যালয়, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ও সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের কর্মচারীরা (অফিস সহকারী, উচ্চমান সহকারী ও সিএ)। বাংলাদেশ বিভাগীয় কমিশনার কার্যালয়ের কর্মচারী সমিতি ও বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতির ডাকে ১ মার্চ থেকে কর্মবিরতি পালন করছেন তাঁরা।