বিশ্ব ক্যানসার দিবসে ফরিদপুরে ক্যানসার প্রতিরোধে নানা সচেতনতামূলক কর্মসূচি পালন করেছে নন্দিত কথাসাহিত্যিক হুতমায়ূন আহমেদের ভক্তদের সংগঠন ‘হিমু পরিবহন’। সংগঠনের সদস্যরা গতকাল বৃহস্পতিবার সকালে শহরের সরকারি রাজেন্দ্র কলেজ চত্বর থেকে একটি শোভাযাত্রা বের করেন। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক ঘুরে ফরিদপুর প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। পরে প্রেসক্লাবের সামনের মুজিব সড়কে মানববন্ধন করা হয়। এ ছাড়া ক্যানসার সচেতনতায় শহরের বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করেন সংগঠনের সদস্যরা।