বেতন-ভাতার বিলে ইউএনওর স্বাক্ষর বাতিলসহ ছয় দফা দাবিতে মানববন্ধন করেছেন প্রকৃচি, ২৬ ক্যাডার বিসিএস সমন্বয় কমিটি, নন ক্যাডার ও ফাংশনাল সার্ভিস নিকলী উপজেলার সরকারি কর্মকর্তারা। গতকাল দুপুর ১২টা থেকে একটা পর্যন্ত উপজেলা পরিষদ-সংলগ্ন সড়কে এ মানববন্ধন হয়। উপজেলা কৃষি কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বলেন, ‘চাকরিজীবীদের সঠিক মূল্যায়নের জন্য বেতন-ভাতার বিলে আমরা শুধু উপজেলা পরিষদের চেয়ারম্যানের স্বাক্ষর চাই।’