‘সাম্প্রদায়িক সম্পর্ক বজায় রাখি, সংখ্যালঘু নির্যাতন বন্ধ করি’ স্লোগানে চুয়াডাঙ্গার জীবননগর বাসস্ট্যান্ড চত্বরে গতকাল সোমবার সকালে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। নাগরিক সংগঠন জীবননগর উপজেলা লোকমোর্চার আয়োজনে এ কর্মসূচিতে সংগঠনের সভাপতি আবুল কালাম আজাদ সভাপতিত্ব করেন। বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু মো. আবদুল লতিফ, সীমান্ত ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল মালেক মোল্লা, সাবেক ইউপি চেয়ারম্যান শাহজাহান আলী, ইউনিয়ন লোকমোর্চার সাধারণ সম্পাদক আজিজুল হক, সাংবাদিক সালাউদ্দীন কাজল প্রমুখ।