আইন, বিচার ও সংসদ-বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, মামলাজটের কবল থেকে বিচারব্যবস্থাকে মুক্ত করতে হলে বিকল্প বিরোধ নিষ্পত্তির (এডিআর) কোনো বিকল্প নেই।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় চট্টগ্রাম সার্কিট হাউস সম্মেলনকক্ষে ‘সরকারি আইনি সহায়তা কার্যক্রমের মান্নোয়নে ডিজিটাল অগ্রযাত্রা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। পরে রাতে মন্ত্রী চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির বার্ষিক ভোজ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
আইনমন্ত্রী বলেন, বিকল্প বিরোধ নিষ্পত্তিকে উৎসাহিত করে বেশ কিছু আইন পাস করা হলেও জেলা পর্যায়ে এ বিষয়ে কাজ করার জন্য কোনো অফিস না থাকায় জনগণ এসব আইনের সুফল পাচ্ছে না। মামলাজট নিরসনে জেলা ‘লিগ্যাল এইড অফিস’কে বিকল্প বিরোধ নিষ্পত্তির কেন্দ্রস্থল হিসেবে কাজে লাগানোর বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে।
পরীক্ষামূলকভাবে (পাইলট) জেলাভিত্তিক ডিজিটাল ডেটাবেইস নেটওয়ার্কিং সিস্টেম চালু হতে যাচ্ছে জানিয়ে মন্ত্রী বলেন, এতে প্রতিটি জেলার সরকারি আইনি সেবার তথ্যসমূহ সঙ্গে সঙ্গে পাওয়া যাবে। একজন লিগ্যাল এইড বিচারপ্রার্থী তাঁর লিগ্যাল এইড মামলার কী অবস্থা ও পরবর্তী তারিখ কবে, সে তথ্য ঘরে বসেই তথ্যপ্রযুক্তির মাধ্যমে জানতে পারবেন। এ প্রকল্পের মাধ্যমে একটি আন্তর্জাতিক মানসম্পন্ন ন্যাশনাল হেল্পলাইন প্রতিষ্ঠা করা হচ্ছে। এর ফলে দেশের মানুষ যেকোনো প্রান্ত থেকে বিনা মূল্যে কল করে আইনি পরামর্শ নিতে পারবেন এবং কোথায় গেলে আইনি সেবা পাবেন, এ বিষয়ে নির্ভরযোগ্য তথ্য পাবেন।
সেমিনারে সভাপতি ছিলেন চট্টগ্রাম জেলা আইনগত সহায়তা কমিটির সভাপতি ও চট্টগ্রাম জেলা ও দায়রা জজ মো. নূরুল হুদা। বিশেষ অতিথি ছিলেন আইন ও বিচার বিভাগের সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক, জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার পরিচালক মালিক আবদুল্লাহ আল আমিন প্রমুখ।
পরে মন্ত্রী চট্টগ্রামের সরকারি কৌঁসুলিদের সঙ্গে সার্কিট হাউসে মতবিনিময় করেন। এ সময় মন্ত্রী বলেন, বাংলাদেশ যাতে স্বাধীন দেশ হিসেবে থাকতে না পারে সে জন্য আঘাত হানার চেষ্টা চলছে। এ ষড়যন্ত্র নস্যাৎ করতে সরকারি কৌঁসুলিদের ঐক্যবদ্ধ থাকতে হবে।
রাত আটটায় মন্ত্রী চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির বার্ষিক ভোজ অনুষ্ঠানে সমিতির সম্মেলনকক্ষে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। আইনমন্ত্রী বলেন, ৪২০, ৪৬১ সহ বেশ কয়েকটি ধারার মামলার তদন্ত দুর্নীতি দমন কমিশনে (দুদক) চলে গেছে। এগুলো ফিরিয়ে আনতে মন্ত্রিপরিষদে বিল পাস করেছে। সংসদে বিলটি উত্থাপন করা হবে।
চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি মুজিবুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, চট্টগ্রাম জেলা ও দায়রা জজ মো. নূরুল হুদা, চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো. শাহেনূর প্রমুখ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রামের জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন, চট্টগ্রাম মুখ্য মহানগর হাকিম মো. শাহজাহান কবির, চট্টগ্রাম মুখ্য বিচারিক হাকিম মুন্সী মো. মশিয়ার রহমান প্রমুখ।