default-image

নিজের ও মায়ের জীবনের নিরাপত্তা চেয়ে পল্টন থানায় গতকাল শনিবার সাধারণ ডায়েরি (জিডি) করেছে জান্নাত আরা ঝর্ণার বড় ছেলে (১৭)।

মতিঝিল বিভাগের উপকমিশনার সৈয়দ নুরুল ইসলাম প্রথম আলোকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

জান্নাত হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হকের সঙ্গে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের একটি রিসোর্টে গিয়েছিলেন। মামুনুল হক তাঁকে তাঁর দ্বিতীয় স্ত্রী বলে দাবি করেছেন।

বিজ্ঞাপন

গতকাল রাতে পল্টন থানায় দায়ের করা ওই জিডিতে জান্নাতের ছেলে লিখেছে, বেশ কিছুদিন ধরে সে মায়ের খোঁজ পাচ্ছিল না। ৮ এপ্রিল সে বাগেরহাট থেকে ঢাকায় আসে। নর্থ সার্কুলার রোডের যে বাসায় তার মা ভাড়া থাকতেন, সেখানে গিয়ে জানতে পারে, ৩ এপ্রিল থেকে মা বাসায় ফেরেননি। ঘরে ঢুকে সে মায়ের তিনটি ডায়েরি ও ব্যাংকের চেক বই পায়। ডায়েরি নিয়ে সে পল্টন এলাকায় যায়। তার মনে হয়, কিছু লোক তাকে অনুসরণ করছে। ডায়েরিগুলো সংরক্ষণ করতে পারবে কি না, তা নিয়ে সে শঙ্কিত হয়ে পড়ে।

এই প্রেক্ষাপটে মায়ের ও নিজের জীবন ও ডায়েরির ‘নিরাপত্তা বিধান’ চেয়ে সে জিডি করেছে বলে উল্লেখ করে।

বাংলাদেশ থেকে আরও পড়ুন
মন্তব্য করুন