মিনিস্টার এসি: তীব্র গরমে অনুষঙ্গ
গ্রীষ্মের প্রায় শেষ। হাতছানি দিচ্ছে বর্ষাকাল। এখন সময়টাই ভ্যাপসা গরমের। আর এ গরম থেকে বাঁচতে সবাই চায় যত তাড়াতাড়ি সম্ভব বাইরের কাজ শেষ করে ঘরে ফিরতে। কিন্তু যে আশায় ঘরে ফেরার এত তাড়া, তার পুরোটাই গুড়েবালি। কারণ, ঘরের আর বাইরের আবহাওয়ার মধ্যে তেমন কোনো পার্থক্য নেই।
এ রকম পরিস্থিতি থেকে মুক্তি পেতে অনেকেরই সঙ্গী হয়ে উঠেছে এসি অথবা এয়ার কুলার, যা এখন শুধু উচ্চবিত্ত বা উচ্চমধ্যবিত্তের নয়, মধ্যবিত্তের জন্যও প্রয়োজনীয় পণ্য হিসেবে বিবেচিত হচ্ছে। তাই এসি কেনার আগে বেশ কিছু বিষয় যাচাই-বাছাই করে নেওয়া উচিত। বাজারে থাকা বিভিন্ন ব্র্যান্ডের এসির মধ্যে অন্যতম ‘মিনিস্টার’। অত্যাধুনিক প্রযুক্তির সমন্বয়, পণ্যের মান বজায় রেখে এবং উন্নত মানের বিক্রয়োত্তর সেবা প্রদানের মাধ্যমে গ্রাহকদের আস্থা অর্জনের পাশাপাশি স্বতন্ত্র অবস্থান তৈরি করেছে মিনিস্টার এসি।
মিনিস্টারের চারটি মডেলের এসি বাজারে পাওয়া যায়—ইনভার্টার, নন-ইনভার্টার, সিলিং ও ক্যাসেট এসি। ইনভার্টার ও নন-ইনভার্টার এসি হয় এক, দেড় ও দুই টনের। আর ক্যাসেট এসি তিন টন এবং সিলিং এসি চার টনের। মিনিস্টার ইনভার্টার এসির বড় সুবিধা হচ্ছে, কমপ্রেসর মোটরটি প্রয়োজনমতো নিজস্ব চলার গতি পরিবর্তন করতে পারে, যা ঘরের তাপমাত্রার ওপর নির্ভর করে কমপ্রেসর পুরোপুরি বন্ধ না করেই মোটরটির চলার গতি কমিয়ে দেয়। এ কারণেই বিদ্যুৎ খরচ কম হয়। মিনিস্টার এসিতে রয়েছে স্মার্ট কন্ট্রোল সিস্টেম, যার মাধ্যমে স্মার্টফোন দিয়ে এসি নিয়ন্ত্রণ করা যায়। এ ছাড়া বিদ্যুৎ বিল সাশ্রয়ী করতে মিনিস্টারের প্রতিটি এসিতে ব্যবহার করা হয়েছে ইএস টেকনোলজি।
পুরোনো এসি পাল্টে নতুন এসি কেনার সুযোগ দিচ্ছে মিনিস্টার গ্রুপ। সম্প্রতি এই ‘এক্সচেঞ্জ’ অফার চালু করেছে দেশীয় পণ্যের সমাহার নিয়ে গড়ে ওঠা প্রতিষ্ঠানটি। পুরোনো এসি দিলেই মিনিস্টারের নতুন এসি কিনতে ৩০ শতাংশ ছাড় পাবেন গ্রাহকেরা।
এ ছাড়া শূন্য শতাংশ ডাউন পেমেন্টে মিনিস্টার এসি কেনার সুযোগ রয়েছে ক্রেতাদের। যেটি সহজ কিস্তিতে কেনার পাশাপাশি নগদ মূল্যে পরিশোধ করতে পারবেন। ৩৬ মাসের কিস্তিতে সাত বছরের গ্যারান্টিসহ সারা দেশে মিনিস্টারের ৩০০টির বেশি সার্ভিস সেন্টারে পাওয়া যাবে তাদের এসি। আর এসি কিনলেই গ্রাহক পাবেন ফ্রি ইনস্টলেশন-সুবিধা।
গ্রাহকদের সুবিধার্থে অনলাইন কেনাকাটার ব্যবস্থা করেছে মিনিস্টার। সহজ কিস্তিসহ ক্যাশ অন ডেলিভারি ও অনলাইন পেমেন্টের মাধ্যমে ঘরে বসেই অর্ডার করে পাওয়া যাবে মিনিস্টারের সব পণ্য। তা ছাড়া রয়েছে ডেবিট ও ক্রেডিট কার্ডে কেনা এবং ফ্রি হোম ডেলিভারির সুবিধাও।