মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলম আর নেই

মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলম
মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলম

নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির সংগঠক মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলম আর নেই। ইন্নালিল্লাহে ... রাজিউন। গতকাল বুধবার স্থানীয় সময় রাত ১২টা ৩৭ মিনিটে নিউইয়র্কের স্লোন ক্যাটারিং হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
জাহাঙ্গীর আলম স্ত্রী ও এক পুত্র রেখে গেছেন। তাঁর মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়লে নিউইয়র্কে শোকের ছায়া নেমে আসে। প্রবাসী বাংলাদেশিরা সমবেদনা জানাতে এস্টেরিয়াতে মরহুমের বাসভবনে ছুটে যান।
জাহাঙ্গীর আলম একাত্তর পরবর্তী সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তুখুড় ছাত্র নেতা ছিলেন। আশির দশকে নিউইয়র্ক প্রবাসী হওয়ার পর বাংলাদেশ সোসাইটিসহ নানা সব সাংগঠনিক কাছে নিজেকে নিয়েজিত রেখেছিলেন। প্রবাসীদের কাছে প্রিয়জন হিসাবে পরিচিত জাহাঙ্গীর আলম গত ২০ বছর থেকে ক্যানসারের সঙ্গে লড়ে আসছিলেন।
স্লোন ক্যাটারিং হাসপাতালে ক্যানসার চিকিত্সার তিনি গবেষণা পর্যায়ের রোগী ছিলেন। তিনি গত কয়েক বছর থেকে ক্যানসার নিরাময় অভিযানের সংগঠক ছিলেন। সম্প্রতি শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।